পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
প্রতীকী ছবি
পাবনার সুজানগর উপজেলার দোলাই এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের দোলাই আশ্রয়ন প্রকল্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের সুজানগর ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম সোহেল। তিনি শ্যামলী পরিবহনের হেলপার বলে জানা গেছে।
সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে পাবনা থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহন ও সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থেকে পাবনাগামী সাদ্দাম পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। আহত হন আরও ২০ জন। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত অপর চারজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
একে জামান/আরএআর/জেআইএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ৬ জনকে আপনাদের হাতে তুলে দিলাম, জয়যুক্ত করে হিসাব বুঝে নেবেন
- ২ জেলগেট থেকে ফের গ্রেফতার বরিশালের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম
- ৩ কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা, সংঘর্ষ-গাড়ি ভাঙচুর
- ৪ ফজরের নামাজ কেন্দ্রের সামনে আদায় করতে হবে: তারেক রহমান
- ৫ টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাঙচুর