তিতাস নদীতে নৌ-র্যালি
‘আমরা হলে সচেতন, সমাজে আসবে পরিবর্তন, দেশে হবে উন্নয়ন’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মাদক, জঙ্গিবাদ, যৌতুক, দুর্নীতি ও নদী দূষণসহ নানা বিষয়ে জনসচেতনতা বাড়াতে ব্যতিক্রমী নৌ-র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে পৌরশহরের ভাদুঘর নৌকাঘাটে এ নৌ-র্যালির উদ্বোধন করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন। স্থানীয় ‘গোয়াল খলা সততা যুব ও সামাজিক সংগঠন’ এ র্যালির আয়োজন করে।
র্যালিতে বেশ কয়েকটি নৌকায় নিয়ে সংগঠনের নেতৃবৃন্দরা ছাড়াও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন। র্যালি থেকে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
র্যালিতে সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন্স) দেলোয়ার হোসেন, ১২-বিজিবি ব্যাটালিয়নের ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের সুবেদার আবু সাইদসহ সাংবাদিকরা অংশ নেন।
আজিজুল সঞ্চয়/এএম/আইআই