ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পূর্বধলায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

জেলা প্রতিনিধি | নেত্রকোনা | প্রকাশিত: ০২:৫০ পিএম, ২২ আগস্ট ২০১৭

নেত্রকোনার পূর্বধলায় মঙ্গলবার বিকেলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিন বছরের সুরাইয়া ও আড়াই বছরের সুমাইয়া দুজনই চাচাতো বোন। সুরাইয়া পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের কাজলা গ্রামের আবু বকরের মেয়ে ও সুমাইয়া একই গ্রামের জিয়াউর রহমানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সুরাইয়া ও সুমাইয়া সবার অজান্তে বাড়ির পাশে একটি ডোবায় পড়ে যায়। পরে বাড়ির লোকজন খোঁজাখুঁজির পর মঙ্গলবার সন্ধার দিকে ডোবা থেকে ভাসমান অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করে। দুই শিশুর এক সঙ্গে পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

কামাল হোসাইন/এমএএস/এমএস