দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু
প্রতীকী ছবি
দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন জয়পুরহাট সদরের আব্দুল খালেক (৩৫) ও চিরিরবন্দরের আব্দুস সামাদ (৪৫)। চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারেছুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রানীরবন্দর মহিলা কলেজ মাঠে সৌর বিদ্যুতের সংযোগ স্থাপনের জন্য সোলার টেকনিশিয়ান আব্দুল খালেক খুঁটির উপরে উঠেন। নিচে দুইজন লোক সোলারের খুঁটি ধরে থাকেন। মাটি নরম থাকায় সোলারের খুঁটি হেলে পাশে বিদ্যুতের তারের উপর পড়লে খুঁটি বিদ্যুতায়িত ঘটনাস্থলেই খালেক মারা যান। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া পথে সামাদের মৃত্যু হয়।
ওসি অারও বলেন, এ ঘটনায় আহত এরশাদুল রামে এক যুবক এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ ঘটনায় চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম রব্বানী ও ওসি মো. হারেছুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এমদাদুল হক মিলন/এএম/এমএস