অপহরণের ছয়দিন পর কিশোর উদ্ধার, গ্রেফতার ২
গাজীপুরের শ্রীপুর থেকে অপহরণের ছয়দিন পর হৃদয় হোসেন ১৫ নামের এক কিশোরকে নাটোরের নলডাঙ্গা উপজেলা থেকে উদ্ধার করেছে র্যাব।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নলডাঙ্গা গুচ্চগ্রামের বেলাল উদ্দিনের ছেলে এমরান হোসেন (২১) ও মাধনগর জোয়ানপুর গ্রামের হাসেম প্রামানিকের ছেলে আরিফ প্রামানিককে (২৭) গ্রেফতার করেছে র্যাব।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার মহিষডাঙ্গা গুচ্ছগ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। অপহৃত হৃদয় সরকার-১৫ ঢাকা ধামরাইহাটের ধানপাড়া গ্রামের বিপ্লব সরকারের ছেলে।
এ ব্যাপারে নলডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, এ ঘটনায় হৃদয় সরকারের বাবা বিপ্লব সরকার বাদী হয়ে নলডাঙ্গা থানায় বৃহস্পতিবার রাতে ইমরান ও আরিফ প্রামানিককে আসামি করে মামলা করেছেন।
রেজাউল করিম রেজা/এএম/আইআই