নীলফামারীতে বাল্যবিয়ে : কনের বাবা ও বরের চাচার জেল
প্রতীকী ছবি
নীলফামারীতে বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবা ও বরের চাচাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাবেত আলী এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, নীলফামারী সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের দক্ষিণ চওড়া মনিপাড়া গ্রামের কনের বাবা মিজানুর রহমান (৫০) ও একই উপজেলার টুপামারী ইউনিয়নের নিত্যানন্দি গ্রামের বরের চাচা সুলতান আলী (৪৮)।
পুলিশ জানায়, শুক্রবার রাতে চওড়াবড়গাছা ইউনিয়নের দক্ষিণ চওড়া মনিপাড়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে এজিনা আক্তারের (১৩) সঙ্গে একই উপজেলার টুপামারী ইউনিয়নের নিত্যানন্দী গ্রামের সোবাহান আলীর ছেলে মাসুমের (১৮) সঙ্গে বিয়ের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়।
খবর পেয়ে পুলিশ বিয়ের আসরে উপস্থিত হয়ে বর মাসুম, বরের চাচা সুলতান আলী এবং কনের বাবা মিজানুর রহমানকে আটক করে থানায় নিয়ে আসে। আটকদের শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী কনের বাবা মিজানুর রহমান ও বরের চাচা সুলতান আলীকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় বিয়ের বয়স না হওয়ায় ছেড়ে দেওয়া হয় বর মাসুমকে।
নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব হোসেন বলেন, দণ্ডপ্রাপ্তদের দুপুরে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী জাগো নিউজকে বলেন, স্থানীয় জনপ্রতিনিধিরা এ বাল্যবিয়ে বন্ধ করতে বললেও কনের বাবা এবং বরপক্ষ কথা শুনেনি। আর এ কারণে পুলিশ তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আদালতে কনের বাবা ও বরের চাচাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
জাহেদুল ইসলাম/এআরএ/আরআই