শাজাহানপুরে ভিজিডির ৪০ বস্তা চাল জব্দ
বগুড়ার শাজাহানপুরে অবৈধভাবে কেনা ভিজিডির ৪০ বস্তা চাল আটক করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান। শুক্রবার সকালে উপজেলার ডেমাজানি থেকে চালগুলো আটক করেন তিনি।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার উপজেলার আমরুল ইউনিয়ন পরিষদে হত-দরিদ্রদের মাঝে ভিজিডির চাল বিতরণ করা হয়। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সুবিধাভোগীদের কাছ থেকে কম মূল্যে কিনে নেয়।
এরপর ৩টি ভ্যানযোগে প্রতি বস্তায় ৩০ কেজি ওজনের ৪০ বস্তা চাল নিয়ে যাওয়ার সময় ডেমাজানি বাজার এলাকায় স্থানীয়রা চালসহ ভ্যানগুলোকে আটক করে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামানকে খবর দেয়া হলে তিনি এসে চালগুলো জব্দ করেন। এর আগে ভ্যান চালকেরা কৌশলে পালিয়ে যায়।
শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান জানান, প্রতি বস্তায় ৩০ কেজি ওজনের ৪০ বস্তা চাল জব্দ করা হয়েছে। এর সাথে জড়িতদের খোঁজা হচ্ছে। জড়িতদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
লিমন বাসার/এএম/আইআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় আ’লীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার দুই এসআই
- ২ বাণিজ্যমেলায় প্রতারণা-অনিয়মের অভিযোগে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৩ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ৪ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৫ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ