ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নাটোরে ট্রলির ধাক্কায় নিহত ১

প্রকাশিত: ০৫:০৫ এএম, ০৭ জুন ২০১৫

নাটোরের নলডাঙ্গায় মোটরসাইকেল এবং ট্রলির সঙ্গে সংঘর্ষে রিপন হোসেন (২৮) নামে এক মোটরসাইকেল আরোহি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর একজন। নিহত রিপন খোলাবাড়িয়া গ্রামের ময়েন উদ্দিনের ছেলে।

নলডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজিবুল ইসলাম জাগো নিউজকে জানান, রোববার সকাল ৯টার দিকে উপজেলার পাটুল বাজার থেকে মোটরসাইকেলযোগে খোলাবাড়িয়া যাচ্ছিলেন রিপন ও পলক নামের ২ মোটরসাইকেল আরোহি।

এসময় মাটি বহনকারী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন রিপন। পরে স্থানীয়রা আহত পলককে আশঙ্কাজনক অবস্থায় নাটোর সদর হাসপাতালে ভর্তি করা করেন।

এমজেড/এমএস