কোটচাঁদপুরে ২ সন্ত্রাসী গ্রেফতার
ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলায় পৃথক অভিযানে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, কোটচাঁদপুর পৌর এলাকার রণক আলীর ছেলে বাদল হোসেন (৩০) ও বলবাড়ীয়া গ্রামের গোলাম রহমানের ছেলে মতিয়ার রহমান (৩২)। রোববার দুপুরে তাদের গ্রেফতার করা হয়।
কোটচাঁদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ কবীর জানান, বাদল হোসেন ও মতিয়ার রহমানের বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে নিজ নিজ এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। আর এরই পরিপ্রেক্ষিতে দুপুরে পৃথক অভিযান চালিয়ে মতিয়ার রহমানকে পৌর এলাকা থেকে এবং বাদল হোসেনকে বলবাড়ীয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
আরাফাতুজ্জামান/এআরএ/পিআর