ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শঙ্কা কাটিয়ে গতি ফিরেছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০৯:১৬ এএম, ২৮ আগস্ট ২০১৭

ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশে কোনো যানজট নেই। নেই যানবাহনের ধীর গতিও। গত কয়েকদিন এ রাস্তায় যানজটে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের। এতে ঈদযাত্রা সাধারণ মানুষকে ভোগাবে বলেই শঙ্কা ছিল সবার মনে। তবে সোমবার সকাল থেকে এখন পর্যন্ত মহাসড়কে কোথাও সৃষ্টি হয়নি দীর্ঘ যানজট। এতে নির্বিঘ্নে বাড়ি যাচ্ছেন ঘরমুখো মানুষ।

সরেজমিনে সোমবার দুপুরে দেখা যায়, মহাসড়ক প্রায় ফাঁকা। কোনো কোনো সময় মহাসড়কে যানবাহনের কিছুটা চাপ বাড়লেও বেশির ভাগ সময়ই থাকছে ফাঁকা। তবে যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে বাসের পাশাপাশি ট্রাক, পিকআপের ছাদে করেও মহাসড়ক পাড়ি দিতে দেখা যাচ্ছে। এছাড়া মহাসড়কে প্রচুর গরুর ট্রাকসহ পণ্যবাহী ট্রাক লক্ষ্য করা গেছে। যানজট নিরসনে পুলিশ মহাসড়কে নিরলসভাবে কাজ করছে।

পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের টাঙ্গাইলের অংশে আজ গাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে সড়কের কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়নি। বড় ধরনের দুর্ঘটনা কিংবা মহাসড়কে যানবাহন বিকল না হলে এ সড়ক দিয়ে নির্বিঘ্নেই ঘরমুখো মানুষ যাতায়াত করতে পারবে। তবে বৃষ্টিতে মহাসড়ক খানাখন্দের সৃষ্টি হলে কিছুটা যানজট হতে পারে শঙ্কা প্রকাশ করেছে কর্তব্যরত পুলিশ সদস্যরা।

jam

রাবানা বাইপাসে ট্রাক চালক সোবাহান বলেন, চন্দ্রা থেকে টাঙ্গাইলে আসতে আমি মহাসড়কে কোনো যানজট পাইনি। এখন নির্বেঘ্নেই মহাসড়ক পাড়ি দিতে পারছি। মহাসড়কের বিভিন্ন স্থানে অনেক পুলিশ দেখেছি, তারা ভালোভাবে দায়িত্ব পালন করছেন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, এখন পর্যন্ত টাঙ্গাইল অংশে কোনো যানজটের সৃষ্টি হয়নি। আশা করছি শেষ পর্যন্ত এ অবস্থা বহাল থাকবে। যানজট নিরসনে পুলিশের বিশেষ ব্যবস্থা রয়েছে। যানজট নিরসনে পুলিশ নিরলসভাবে কাজ করছে।

এ প্রসঙ্গে টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) মাহবুব আলম বলেন, মহাসড়কের যানজট নিরসনে এবারের ঈদে সাড়ে ৭ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তাদের মধ্যে ৪৫টি মোবাইল পেট্রোল, ৪৫টি পিকেটসহ মোটরসাইকেল টিম রয়েছে।

এছাড়া মহাসড়কের টাঙ্গাইল অংশের পাশে মির্জাপুরের দেওহাটায় একটি গরুর হাট রয়েছে। এই গরুর হাটে আমাদের বিশেষ টিম মোতায়েন করা হয়েছে। আশা করছি গত ঈদের মতো এবারের ঈদের মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হবে না। স্বস্তিতেই মানুষ বাড়ি যেতে পারবে।

আরিফ উর রহমান টগর/এফএ/আইআই

আরও পড়ুন