ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সক্রিয় অজ্ঞান পার্টি, খপ্পরে আইনজীবী

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০১:০১ পিএম, ২৮ আগস্ট ২০১৭

ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে অজ্ঞান বা মলম পার্টির সদস্যরা। ইতোমধ্যে সাতক্ষীরার এক আইনজীবী অজ্ঞান পার্টির কবলে পড়ে হারিয়েছেন নগদ লক্ষাধিক টাকা, স্বর্ণের আংটি ও ৩০ হাজার টাকা মূল্যের মোবাইল সেট।

বর্তমানে সেই আইনজীবী আশরাফ হোসেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অচেতন অবস্থায় চিকিৎসাধীন। তিনি সাতক্ষীরার তালা উপজেলার মির্জাপুর এলাকার বাসিন্দা। তাছাড়া খুলনার নিরালা আবাসিক এলাকায় আরেকটি বাসা রয়েছে এই আইনজীবীর।

আইনজীবীর সহকারী আনন্দ কুমার জাগো নিউজকে জানান, ঈদকে সামনে রেখে অজ্ঞান ও মলম পার্টির সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে। সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আশরাফ হোসেন ইতোমধ্যে অজ্ঞান পার্টির কবলে পড়েছেন। শনিবার সকাল ১০টার দিকে খুলনার নিরালার বাসা থেকে সাতক্ষীরাগামী যাত্রীবাহী একটি বাসে তালা মির্জাপুরের বাসায় আসার জন্য রওনা হন। পথিমধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা অজ্ঞান করে নগদ লক্ষাধিক টাকা, স্বর্ণের আংটি ও ৩০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল সেট নিয়ে গেছে। যাত্রীবাহী বাসটি সাতক্ষীরা টার্মিনালে থামার পর বিষয়টি তাদের নজরে আসে। এ সময় তাৎক্ষণিক বাস কর্তৃপক্ষরা তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।

তালা প্রেসক্লাবের সভাপতি এস.এম নজরুল ইসলাম জানান, শনিবার রাতেই অ্যাডভোকেট আশরাফ হোসেনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেয়া হয়েছে। বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ৫-৬ নং ওয়ার্ডের ৩নং বেডে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার পর্যন্ত তার জ্ঞান ফেরেনি।

এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মেদ জাগো নিউজকে বলেন, বিষয়টি কেউ অবহিত করেনি। ঈদকে সামনে রেখে মলম পার্টি, ছিনতাইকারী, অজ্ঞান পার্টি সক্রিয় হওয়ার চেষ্টা করে। তবে প্রশাসন তৎপর রয়েছে। জনগণের শান্তিপূর্ণ জীবনযাত্রা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আকরামুল ইসলাম/এএম/আইআই