বন্যার্তদের মাঝে ব্যাবিলন গ্রুপের ত্রাণ বিতরণ
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় বন্যার্ত অসহায় গৃহহারা পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে ব্যাবিলন গ্রুপ। সোমবার বিকেলে হাতীবান্ধা এস.এস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু ও নির্বাহী কর্মকর্তা সৈয়দ এনামুল কবির।
উপজেলার তিন স্থানে ৬টি ইউনিয়নে মোট ১৭ শত পরিবারের মাঝে চাল, ডাল, চিড়া, গুড়, খাবার স্যালাইনসহ মোট ৮টি নিত্য প্রয়োজনীয় সামগ্রী সম্বলিত ১৪ টন খাদ্র সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাবিলন গ্রুপের ম্যানেজার এইচ. আর আতিকুল ইসলাম অপু, ম্যানেজার কমপ্লায়েন্স কাজী তুষার ও ন্যাশনাল সেলস ম্যানেজার মাহমুদুল হাসান প্রিন্স প্রমুখ।
সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ডিমলা উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা তফিউজ্জামান জুয়েল, ছাত্রনেতা রাফিউল হোসেন সম্পদ, নজরুল ইসলাম লিটন, ওমর ফারুক মানিক ও সোহানুর রহমান সোহেল প্রমুখ।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু বলেন, হাতীবান্ধা অঞ্চলে স্মরণকালের এ বন্যায় অভাবী, দিনমজুর ও অতিদরিদ্রদের কষ্ট বেড়েছে। ভয়াবহ বন্যায় পানি নেমে গেলেও এখনও পানিবন্দি মানুষজন ক্ষতিগ্রস্ত বাড়িঘর নিয়ে কষ্টে আছেন।
সরকারের তরফ থেকে ত্রাণ তৎপরতা অব্যাহত থাকলেও তাদের পুনর্বাসনের বিষয়টি জরুরি হয়ে পড়েছে। তিনি ব্যাবিলন গ্রুপের কাছে বানভাসিদের পুনর্বাসনে ঘর নির্মাণে ঢেউটিন প্রদানের অনুরোধ জানিয়েছেন।
রবিউল হাসান/এএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পাঁচ বছর ভিক্ষা করে জমানো ৮০ হাজার টাকা চুরি, পাগলপ্রায় বৃদ্ধা
- ২ সাগরে বিলীন ব্যারাক-রেস্ট হাউজ, হুমকির মুখে পর্যটনকেন্দ্র কটকা
- ৩ পাবনায় পোস্টাল ব্যালটে ভোট দেবেন কারাবন্দিসহ ১৮ হাজার ৪৯৮ ভোটার
- ৪ নেত্রকোনায় ভাগ্য বদলে ৬ রাস্তা নির্মাণ শুরু করলেন গ্রামবাসী
- ৫ ময়মনসিংহে সবজির দাম কেজিতে বেড়েছে ৩০ টাকা