ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চিরিরবন্দরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ১২:২৭ পিএম, ০৭ জুন ২০১৫

দিনাজপুরে পুকুরে ডুবে আরিফ হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১টার দিকে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়নের শান্তির বাজার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরিফ হোসেন শান্তির বাজার গ্রামের ভ্যানচালক রাজু আহমেদের ছেলে।

স্থানীয়রা জানায়, শিশু আরিফ হোসেন খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পুকুরের পানিতে ভাসতে দেখে এলাকার লোকজন তাকে উদ্ধার করে  চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে।

চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেজবাহুল মোকার রাবীন ও মেডিকেল অফিসার নাহিদ আফসানা জামান পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এমদাদুল হক মিলন/এসএস/পিআর