চিরিরবন্দরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
দিনাজপুরে পুকুরে ডুবে আরিফ হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১টার দিকে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়নের শান্তির বাজার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরিফ হোসেন শান্তির বাজার গ্রামের ভ্যানচালক রাজু আহমেদের ছেলে।
স্থানীয়রা জানায়, শিশু আরিফ হোসেন খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পুকুরের পানিতে ভাসতে দেখে এলাকার লোকজন তাকে উদ্ধার করে চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে।
চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেজবাহুল মোকার রাবীন ও মেডিকেল অফিসার নাহিদ আফসানা জামান পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এমদাদুল হক মিলন/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নোয়াখালীতে জামায়াত প্রার্থীসহ চারজনকে শোকজ
- ২ অন্যের জমিতে নির্বাচনি অফিস, দাঁড়িপাল্লার প্রার্থীকে শোকজ
- ৩ বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা
- ৪ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ৫ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন