বুড়িমারী স্থলবন্দরের সঙ্গে ট্রেন চলাচল শুরু
প্রায় ১৬ দিন লালমনিরহাট-বুড়িমারীর ট্রেন যোগাযোগ বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। বন্যার পানিতে ভেঙে যাওয়া লালমনিরহাট-বুড়িমারীর একমাত্র এই রেলপথ সংস্কার কাজ শেষে সকাল ৮টায় পার্বতীপুর গামী ৪৫৬ নং সাধারণ ট্রেনটি হাতীবান্ধা রেলস্টেশনে প্রবেশ করে যথারীতি পার্বতীপুরের দিকে ছেড়ে যায়।

এর আগে গত ১৩ আগস্ট বন্যার পানিতে রেললাইনের মাটি ও পাথর সরে গিয়ে রেল লাইনের প্রায় ৭০-৮০ ফুট দীর্ঘ মাটি ধসে গভীর গতের্র সৃষ্টি হয়। ফলে বুড়িমারী স্থলবন্দরের সঙ্গে বন্ধ হয়ে যায় রেল যোগাযোগ। হাতীবান্ধা ও পাটগ্রাম এলাকার ট্রেন যাত্রীরা চরম বিপাকে পড়ে। এতে করে দুই উপজেলার কয়েক লাখ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। তবে লালমনিরহাট-বুড়িমারী রেলপথের কালীগঞ্জ উপজেলার ভোটমারী রেলস্টেশন পর্যন্ত ট্রেন যোগাযোগ স্বাভাবিক ছিল।
লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ম্যানেজার নাজমুল ইসলাম জাগো নিউজকে বলেন, দ্রুত গতিতে সংস্কার কাজ শেষ হওয়ায় বুড়িমারীর সঙ্গে ট্রেন চলাচল শুরু হয়েছে ।
রবিউল হাসান/আরএআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পাঁচ বছর ভিক্ষা করে জমানো ৮০ হাজার টাকা চুরি, পাগলপ্রায় বৃদ্ধা
- ২ সাগরে বিলীন ব্যারাক-রেস্ট হাউজ, হুমকির মুখে পর্যটনকেন্দ্র কটকা
- ৩ পাবনায় পোস্টাল ব্যালটে ভোট দেবেন কারাবন্দিসহ ১৮ হাজার ৪৯৮ ভোটার
- ৪ নেত্রকোনায় ভাগ্য বদলে ৬ রাস্তা নির্মাণ শুরু করলেন গ্রামবাসী
- ৫ ময়মনসিংহে সবজির দাম কেজিতে বেড়েছে ৩০ টাকা