বিএসএফের নির্যাতনে বাংলাদেশি যুবকের মৃত্যুর অভিযোগ
ফাইল ছবি
ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে জাহাঙ্গীর হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার ভোরে তার মৃত্যু হয়। নিহত জাহাঙ্গীর হোসেন উপজেলার নেপা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মিরজান শেখের ছেলে।
নিহত জাহাঙ্গীর হোসেনের চাচা ইউনুছ আলী জানান, রোববার রাতে তার ভাতিজাসহ কয়েকজন ভারতে গরু আনতে যান। ফেরার পথে জাহাঙ্গীর বিএসএফের হাতে ধরা পড়েন। বিএসএফ তাকে নির্যাতন করে মহেশপুরের ইছামতি নদীর পাড়ে ফেলে রেখে যায়। সেখান থেকে তার অন্য সঙ্গীরা উদ্ধার করে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।
মহেশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহীন জানান, তিনি নিহতের স্বজনের কাছ থেকে শুনেছেন ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়ে নির্যাতনের শিকার হন জাহাঙ্গীর। পরে তার মৃত্যু হয়। তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছিল বলে তিনি জানান।
এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান জানান, বাঘাডাঙ্গা সীমান্ত এলাকার ৮/১০ কিলোমিটারের ভেতরে কোন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি।
এসএস/পিআর