ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দেশি গরুতে আগ্রহ ক্রেতাদের

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৭:৪৬ এএম, ৩০ আগস্ট ২০১৭

দরজায় কড়া নাড়ছে কোরবানির ঈদ। রাজবাড়ী জেলার পাঁচটি উপজেলার স্থায়ী ও অস্থায়ী কোরবানির পশুর হাট এরই মধ্যে জমে উঠতে শুরু করেছে। হাটে প্রচুর পশু ও ক্রেতার আমদানি থাকলেও ক্রেতা-বিক্রেতাদের মধ্যে দাম কম-বেশি নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে দেশি গরুর প্রতি চাদিহা বেশি ক্রেতাদের।

এদিকে পশুর হাটে পশু ও ক্রেতাদের পদচারণায় খুশি হাট ইজারদারা। জেলা প্রাণিসম্পদ অধিদফতরের পক্ষ থেকে কোরবানির পশুর হাটে জরুরি চিকিৎসা সেবা ও স্টেরয়েড হরমোন ব্যবহার প্রতিরোধে ‘ভেটেরিনারি টিম’ রয়েছে।

RAJBARI-POSUR-HAT

জেলা প্রাণিসম্পদ অধিদফতরের তথ্যানুযায়ী, এবার রাজবাড়ীর পাঁচ উপজেলায় ২৭৯টি খামারের ১৬ হাজার ১৯৫টি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। যার মধ্যে ৮ হাজার ২৯৫টি ষাঁড়, ১১৫টি বলদ, ১২০টি ভেড়া ও ৬ হাজার ৩৩৯টি ছাগল। তালিকাভুক্ত খামারির পাশাপাশি আরও বেশ কিছু পশু মোটাতাজাকরণ করা হয়েছে বলে জানা গেছে।

RAJBARI-POSUR-HAT-2

ক্রেতারা জানান, কোরাবানির জন্য গরু ও ছাগল কিনতে তারা বাজারে আসছেন। বাজারে প্রচুর পরিমাণ গরু-ছাগলের আমদানি হলেও দামটা একটু বেশি। যেহেতু বাজারে এসেছেন দাম কম-বেশি যাই হোক পশু কিনেই বাড়িতে ফিরবেন তারা। তবে দেশি গরুর প্রতি চাহিদা বেশি তাদের।

বিক্রেতারা জানান, গরু ও ছাগল নিয়ে তারা বাজারে আসছেন। ক্রেতারা যে দাম বলছেন তাতে কেনা টাকার কাছে কেউ যাচ্ছেন না। বাজারে অনেক ক্রেতা থাকলেও বিক্রি তেমন হচ্ছে না।

RAJBARI-POSUR-HAT-3

পশুর ব্যাপারীরা জানান, তারা দেশের বিভিন্ন স্থান থেকে রাজবাড়ীর হাটগুলোতে গরু ছাগল কিনতে আসছেন। তবে অতীতের তুলনায় এবার দাম বেশি। রাজবাড়ীর হাটগুলো থেকে গরু-ছাগল কিনে ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে তারা পাঠাবেন।

কুটির হাটের ইজারাদার সাফায়াত আলী জানান, এটা রাজবাড়ীর সবচেয়ে বড় গরু-ছাগলের হাট। এখানে প্রচুর গরু-ছাগল আসে এবং দেশের বিভিন্নস্থান থেকে অনেক ক্রেতা ও ব্যাপারীরা এখানে গরু-ছাগল কিনতে আসেন। হাট এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে। কোরবানির পশুর চাহিদার কথা বিবেচনা করে আগামী বুধবার ও শুক্রবার দুটি গুরু-ছাগলের হাট বসবে।

রুবেলুর রহমান/আরএআর/পিআর

আরও পড়ুন