ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যানজট নেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে

মির্জাপুর (টাঙ্গাইল) | প্রকাশিত: ০৭:৫৪ এএম, ৩০ আগস্ট ২০১৭

গাড়ির চাপ থাকলেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নেই। মঙ্গলবার থেকে মহাসড়কে স্বাভাবিক গতিতে চলছে যানবাহন। এতে যাত্রী এবং গরুভর্তি ট্রাক নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারছে বলে জানিয়েছেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন।

তিনি জানান, মহাসড়কের বঙ্গবন্ধু যমুনা সেতু পূর্বপাড় থেকে মির্জাপুরের ধেরুয়া রেল ক্রসিং এলাকা পর্যন্ত প্রায় ৪৫ কিলোমিটার এলাকায় প্রতিদিন তিন ভাগে টাঙ্গাইল জেলার ৭শ পুলিশ মহাসড়কের এক কিলোমিটার পরপর মোটরসাইকেল টহলসহ নিয়মিত ডিউটি করছেন।

এছাড়া ধেরুয়া রেল ক্রসিং থেকে চন্দ্রা এলাকা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করছেন বলে তিনি উল্লেখ করেন।

এরশাদ/এফএ/পিআর

আরও পড়ুন