ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পুলিশের তাড়া খেয়ে মাদকসেবীর মৃত্যু

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৮:৩৮ এএম, ৩০ আগস্ট ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুলিশের তাড়া খেয়ে বকুল মিয়া (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার ভোররাতে উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক গ্রামে এ ঘটনা ঘটে। মৃত বকুল ওই গ্রামের নুরুজ মিয়ার ছেলে।

তবে পুলিশের দাবি, বকুল একজন মাদকসেবী এবং হৃদরোগে তার মৃত্যু হয়েছে। তার বিরুদ্ধে নাসিরনগর থানায় কোনো মামলা নেই।

নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর জাগো নিউজকে জানান, বকুল মাদকসেবন করে এলাকায় বাসা-বাড়িতে চুরি করতো। বুধবার ভোররাত সাড়ে তিনটার দিকে তাকে আটকের জন্য তার বাড়িতে অভিযানে যায় নাসিরনগর থানা পুলিশের একটি দল। পরে পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে সে। এসময় হৃদরোগে আক্রান্ত হয়ে বকুলের মৃত্যু হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় বকুলের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহের ময়নাতদন্ত করা হবে না।

আজিজুল সঞ্চয়/এফএ/আরআইপি

আরও পড়ুন