ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে ধানের চারা ও বীজ বিতরণ

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ১০:০৭ এএম, ৩০ আগস্ট ২০১৭

কৃষি পুনর্বাসন কর্মসূচি খরিপ-২ এর আওতায় কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নাভিজাতের রোপা আমন ধানের চারা ও বীজ বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি বিভাগের আয়োজনে উপজেলা প্রশাসন চত্বরে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিএম এনামুল হক।

এ সময় জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মকবুল হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সদর ইউএনও আমিন আল পারভেজ, সদর কৃষি কর্মকর্তা মো. কামরুজ্জামান, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান প্রমুখ।

পুনর্বাসন কর্মসূচির আওতায় ২১০ জন কৃষককে ধানের চারা এবং ৪০ জনকে বীজ প্রদান করা হয়। এছাড়া জেলা প্রশাসকের নিজ উদ্যোগে ১৫০ জনকে ৫ কেজি করে ব্রিধান-৩৪ এর বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে ৬০ জনকে দেড় মেট্রিক টন গো-খাদ্য দেয়া হয়।

নাজমুল হোসাইন/এএম/এমএস