সরাইলে গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় গাড়িচাপায় আবুল খায়ের (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার বিকেল ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খায়ের জেলার আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় কাউছার নামে আরেক আরোহী আহত হয়েছেন। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় অজ্ঞাত একটি গাড়ি পেছন দিক থেকে খায়ের ও কাউছারের মোটরসাইকেলটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই খায়েরের মৃত্যু হয়। তবে কোন গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দিয়েছে সেটি এখনো স্পষ্ট করে জানা যায়নি। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় কাউছারকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
আজিজুল সঞ্চয়/এএম/এমএস