সাংসদ আউয়ালকে নাগরিক সংবর্ধনা
পিরোজপুরের সংসদ সদস্য একেএমএ আউয়ালকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার জেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ টাউন ক্লাব মাঠে তাকে এ সংবর্ধনা প্রদান করেন।
এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট এমএ হাকিম হাওলাদারসহ দলের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে সম্প্রতি `চীন-হংকং রাষ্ট্রীয় সফর` শেষে সাংসদ একেএমএ আউয়াল পিরোজপুরের তার নিজ এলাকায় আগমন করেন। এ উপলক্ষে তাকে এ সংবর্ধনা প্রদান করা হলো।
হাসান মামুন/এআরএ/আরআইপি