ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ধুনটে আ.লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ১২:২০ পিএম, ০৮ জুন ২০১৫

বগুড়ার ধুনটে পূর্ব বিরোধের জেরে ডাবলু মিয়া (৫০) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ডাবলু মিয়া উপজেলার মাইজবাড়ি গ্রামের দেলবার হোসেনের ছেলে। তিনি নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় কর্মী। সোমবার দুপুরের দিকে উপজেলার সোনাহাটা বাজারে এ ঘটনা ঘটে।

ধুনট উপজেলার নিমগাছি ইউপি`র চেয়ারম্যান সুজাউদ্দৌলা রিপন এ তথ্য নিশ্চিত করে জানান, ডাবলু মিয়া দুপুরের দিকে সোনাহাটা বাজারের একটি স্টলে চা পান করে বাড়ির দিকে রওনা হন। পথিমধ্যে বাজারের গার্ক নামের একটি এনজিও`র কার্যালয়ের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপাতে থাকে। এ সময় তিনি মাঠিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।

ধুনট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, হত্যাকাণ্ডের বিষয়টি স্থানীয় চেয়ারম্যানের কাছ থেকে শুনেছি। তবে এ বিষয়ে থানায় এখনও কোনো অভিযোগ করা হয়নি।

লিমন বাসার/এআরএ/পিআর