ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আরাফাত ময়দানে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু

জেলা প্রতিনিধি | লালমনিরহাট | প্রকাশিত: ০১:৫০ পিএম, ৩১ আগস্ট ২০১৭

 

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার টংভাংঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদেকুল ইসলাম আবু হারেজ (৭০) পবিত্র হজ পালন করতে গিয়ে মারা গেছেন। বৃহস্পতিবার বিকেলে সৌদি আরবের আরাফাত ময়দানে তার মৃত্যু হয়।

সাদেকুল ইসলাম আবু হারেজের বড় ছেলে হাতীবান্ধা উপজেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সাদেকুল ইসলাম আবু হারেজ উপজেলার টংভাংঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও হাতীবান্ধা দলিল লেখক সমিতির সভাপতি ছিলেন।

হাতীবান্ধা উপজেলার টংভাংঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আতিয়ার রহমান আতি বলেন, পবিত্র হজ পালন করতে গিয়ে তিনি মারা গেছেন। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।

রবিউল হাসান/আরএআর/আইআই