ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কিস্তি দিতে না পারায় যুবকের আত্মহত্যা

প্রকাশিত: ০২:২১ পিএম, ০৮ জুন ২০১৫

পাবনার বেড়া উপজেলার কাশিনাথপুরে মহাজনের দাদনের টাকা শোধ করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন আব্দুল মজিদ (২৪) নামের এক যুবক।

তিনি বেড়া উপজেলার কালিকাপুর গ্রামের আব্দুর রশিদ প্রামাণিকের ছেলে। এলাকাবাসী ও নিহতের আত্মীয় স্বজন জানান, মহাজনের কাছে বারবার অপমান অপদস্থ হয়ে শেষে সোমবার সকালে কিটনাশক পান করেন মজিদ। এ অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে সেখানে দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহতের স্বজনেরা আরো জানান, প্রায় ৩ মাস আগে আব্দুল মজিদ একই গ্রামের মহাজনী কারবার থেকে ১৫ হাজার টাকা ঋণ নেয়। গত ৩ মাস ধরে ওই ঋণের টাকা শোধ করতে পারছিলেন না। মহাজন তাকে নানা ভাবে অপমান অপদস্থ করে। অপমানে অতিষ্ঠ হয়ে তিনি সোমবার সকাল ৬টার দিকে বিষ পান করে।

আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দিন সরকার জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

একে জামান/এমএএস/আরআইপি