ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কঠোর নিরাপত্তায় শোলাকিয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০৬:৫৬ এএম, ০২ সেপ্টেম্বর ২০১৭

কোনো এক ঈদের জামাতে শোলাকিয়ায় ১ লাখ ২৫ হাজার বা ‘সোয়া লাখ’ মুসল্লি এক সঙ্গে নামাজ আদায় করেছিলেন। সেই থেকে এ মাঠের নাম হয় সোয়া লাখিয়া। যা এখন শোলাকিয়া হিসেবেই পরিচিত।

প্রতি বছর দেশ-বিদেশের লাখো মুসিল্লি কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে ময়দানে ঈদের নামাজ আদায় করে। ঈদকে ঘিরে এখানে লাখে মানুষের ঢল নামে। ব্যতিক্রম ছিল না এবারও।

sholakia

শোলাকিয়া ঈদগাহের রীতি অনুযায়ী বন্দুকের গুলি ছুড়ে জামাত শুরুর প্রস্তুতি ঘোষণা করা হয়। জামাত শুরু হয় সকাল ৯টায়। জামাতে ইমামতি করেন মাওলানা হিফজুর রহমান। নামাজ শেষে বিশ্ব উম্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। কিশোরগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদের চেয়ারম্যান মো. জিল্লুর হমান, পৌরসভার মেয়র মাহমুদ পারভেজসহ বিশিষ্ট জনেরা এখানে নামাজ পড়েন।

সকাল থেকে মুসল্লিরা দলে দলে ঈদগাহের দিকে আসতে থাকেন। কিশোরগঞ্জ ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা আসেন নামাজে অংশ নিতে। অনেক কষ্ট করেও নামাজে অংশ নিতে পারায় আনন্দিত মুসল্লিরা।

sholakia

গত বছর ঈদুল ফিতরে শোলাকিয়ায় জঙ্গি হামলার বিষয়টি মাথায় রেখে এবার ঈদকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন। চার স্তরের নিরাপত্তায় এক হাজারেরও বেশি র্যাব-পুলিশ ছাড়াও ছিল তিন প্লাটুন বিজিবি। মাঠের ভেতরে-বাইরে ছিল নিরাপত্তার কড়াকড়ি। মাঠের চারপাশ ক্লোজ-সার্কিট ক্যামেরা নজরদারি করা হয়। মেটাল ডিটেক্টরে দেহ তল্লাশির পর নির্ধারিত গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে দেয়া হয় মুসল্লিদের। পর্যাপ্ত নিরাপত্তা থাকায় শান্তিপূর্ণভাবে জামাত শেষ হয়েছে বলে জানালেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস ও পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান।

sholakia

প্রতি বছর এ ঈদগাহে ঈদের সময় দেশ-বিদেশের লাখো মুসল্লির ঢল নামে। দূরের মুসল্লিদের জন্য ভৈরব ও ময়মনসিংহ রুটে ‘শোলাকিয়া এক্সপ্রেস’ নামে দুটি বিশেষ ট্রেন চলাচল করে। কোরবানির আনুষ্ঠানিকতার কারণে এবার মুসল্লি সংখ্যা ছিল কম।

নূর মোহাম্মদ/আরএআর/এমএস