শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ভুটভুটি চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মির্জাপুর বাঙ্গালপাড়া গ্রামের সফর আলীর ছেলে মোজাম্মেল হক (৪০) ও নামোচাকপাড়ার তসলিমের ছেলে বাবুল (৪৫)।
আহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার বালিয়াদীঘি গ্রামের হাবিলের ছেলে বাবু, সাজুরুদ্দিনের ছেলে জাপান এবং বারিকবাজার গ্রামের মাসেদ আলী।
শিবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ি এলাকায় একটি যাত্রীবাহী ভুটভুটি কানসাট যাবার সময় কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল থেকে বের হওয়ার সময় একটি ট্রাক ভুটভুটিকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে ভুটভুটি চালক মোজাম্মেল নিহত এবং ৩ যাত্রী আহত হয়। এদের মধ্যে বাবুল এবং জাপানের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় বাবুল পথে মারা যায়। এদিকে আহত বাবু ও মাসেদকে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এছাড়া নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এসএস/এমএস