মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
মাদারীপুর সদর উপজেলার আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। রোববার দুপুরে উপজেলার কালিকাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কালিকাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এজাজ আকন এবং সাবেক চেয়ারম্যান আবু তালেব বেপারীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের ১০ জন আহত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুর থানা পুলিশের ওসি কামরুল হাসান বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছে।
এর জের ধরে দুপুরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান ওসি।
এএম/এমএস