ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নাটোরে অগ্নিকাণ্ডে ১০টি দোকান ভস্মীভূত

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ০৮:০৯ এএম, ০৪ সেপ্টেম্বর ২০১৭

নাটোরের লালপুরে অগ্নিকাণ্ডে ১০টি দোকান ঘর ও একটি বসতঘর ভস্মীভূত হয়েছে। সোমবার ভোরে উপজেলার ভেলাবাড়ীয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে লালপুর ও দয়রামপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে।

লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ ও নাটোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আকতার হোসেন জানান, উপজেলার ভেলাবাড়ীয়া গ্রামের মৃত কছিমুদ্দিনের ছেলে মহাশীন আলীর বসতবাড়িতে ভোর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন বাড়ি সংলগ্ন একটি মার্কেটে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লালপুর ও দয়রামপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই মার্কেটের ১০টি দোকান ঘর ভস্মিভূত হয়।

nator-fire2

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তাহির ও দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান।

ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা- বসতবাড়ির বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরুপণ করা যায়নি।

রেজাউল করিম রেজা/আরএআর/জেআইএম