ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নড়াইলে পাচারকারী আটক

প্রকাশিত: ১১:৩৬ এএম, ০৯ জুন ২০১৫

নড়াইল সদর উপজেলার শোলপুর থেকে মাহাবুব কাজী (৪৭) নামে এক পাচারকারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মতিয়ার রহমান জানান, নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের শোলপুর গ্রামের কাজী কেনায়েত হোসেনের ছেলে মাহাবুব কাজীকে তার বাড়ি থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে ভারতে একাধিক নারী পাচারের অভিযোগ রয়েছে।
 
এ ব্যাপারে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

হাফিজুল নিলু/এসএস/আরআইপি