চাঁপাইনবাবগঞ্জে নব্য জেএমবির এক সদস্য গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধোবড়াবাজার এলাকা থেকে বুধবার ভোরে পিস্তল ও গুলিসহ নব্য জেএমবির এক সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেফতার জেএমবি সদস্য হলেন জেলার শিবগঞ্জ উপজেলার সাহবাজপুর সন্ন্যাসী গ্রামের মাহিদুর রহমানের ছেলে তৌহিদুল ইসলাম (৩২)।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মুজাহিদুল ইসলাম বুধবার দুপুরে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার ধোবড়াবাজার এলাকায় বুধবার রাত সোয়া ৪টার দিকে অভিযান চালিয়ে তৌহিদুলকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
এ সময় তার কাছ থেকে ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সে নব্য জেএমবির সক্রিয় সদস্য বলে জানান তিনি।
মোহা. আব্দুল্লাহ/এএম/জেআইএম