পাকশী রেলওয়ের বছরে আয় ২শ` ২৬ কোটি টাকা
পাকশী রেলওয়ে গত এক বছরে যাত্রী ও পার্সেলসহ বিভিন্ন খাত থেকে ২শ` ২৬ কোটি ৩৩ লাখ টাকা আয় করেছে। রেলওয়ে পাকশী বিভাগীয় কমার্সিয়াল অফিসার আহসান উল্লাহ এ তথ্য জানান।
সূত্র মতে, ২০১৪ সালের মে মাস থেকে ২০১৫ সালের এপ্রিল মাস পর্যন্ত পাকশী বিভাগের সকল রুটের বিভিন্ন ট্রেনে ১ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার যাত্রী বহন করে ১শ` ৪৯ কোটি ৮১ লাখ টাকা, পার্সেল বগিতে ৭ কোটি ৪৩ লাখ কুইন্টাল মালামাল বহন করে ৫ কোটি ৫৯ লাখ টাকা, মালবাহী ট্রেনে ১১ লাখ ৮৮ হাজার মে.টন মালামাল বহন করে ৯৫ কোটি ৭৫ লাখ টাকা এবং অন্যান্য খাত থেকে ৪ কোটি ২৪ লাখ টাকাসহ মোট ২শ` ২৬ কোটি ৩৩ লাখ টাকা আয় করেছে।
পাকশী বিভাগীয় ব্যবস্থাপক আফজাল হোসেন জানান, পাকশী রেলওয়েতে স্টেশন মাস্টারসহ প্রায় সব ধরনের জনবল ও কোচ সংকট থাকার পরও সকল বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সঠিকভাবে দায়িত্ব পালন করার কারণে রেলওয়ের পাকশী বিভাগে উল্লেখিত পরিমাণ আয় করা সম্ভব হয়েছে। জনবল ও কোচ সংকট কাটিয়ে উঠতে পারলে পাকশী বিভাগে বাৎসরিক আয়ের পরিমাণ আরো বৃদ্ধি করা সম্ভব হবে।
এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তাহাজ্জুদের পর একটি দল ভোটকেন্দ্র দখল-সীল মারার পরিকল্পনা করছে
- ২ ভোটের দিন কোনো চিল ছোঁ মেরে ভোট নিয়ে যাবে তা হবে না
- ৩ দিল্লিতে অফিস খুলে হাসিনা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন
- ৪ মঙ্গলবার ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান, বিপুল সমাগমের আশা
- ৫ আজ মুক্তি মিলছে না সাদ্দামের, জামিনের চিঠি যশোর কারাগারে আসেনি