দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা
দক্ষিণ আফ্রিকায় আজিজুল হক (২৮) নামের এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে সে দেশের সন্ত্রাসীরা। নিহত আজিজুল মাদারীপুরের রাজৈর উপজেলার বেপাড়ীপাড়ার আবুল বেপারীর ছেলে।
নিহতের চাচাতো ভাই সুজন হোসেন জানান, নিহত আজিজুল হকসহ তার কয়েক ভাই দক্ষিণ আফ্রিকার কেপটাউনের হাংক ওভার পার্ক এলাকায় মুদি দোকানের ব্যবসা করতেন। বাংলাদেশ সময় বুধবার রাত সাড়ে আটটার দিকে সেদেশের সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।
বুধবার রাতে নিহত আজিজুল হকের ছোট ভাই আবু সাইদ ও তার এক খালু বাংলাদেশে ফোন করে এ তথ্য জানায়। আজিজুলের মৃত্যুর খবরে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আজিজুলের বাবা আবুল হোসেন বলেন, আমার ছেলেকে কত কষ্ট করে পরিবারের সুখের আশায় আফ্রিকায় পাঠাইছিলাম। এখন কিভাবে ছেলের লাশ দেশে আইন্না মাটি দেবো।
নাসিরুল হক/এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ