ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাবনায় ছাত্রনেতার বাসায় দুর্ধর্ষ ডাকাতি

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৯:৩৩ এএম, ১০ জুন ২০১৫

পাবনা শহরের শালগাড়ীয়া মহল্লায় জেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারি রফিকুল ইসলাম রুমনের বাসায় প্রকাশ্য দিবালোকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাসা থেকে ৬০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১৫ লাখ টাকাসহ ৪০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

রুমনের বাবা কেএম হাসান হীরা কমিশনার জানান, দুর্বৃত্তরা তার বাসায় ঢুকে চিৎকার করে বলতে থাকে নিচে আগুন লাগছে। এ খবর পেয়ে তার স্ত্রী রুমনের মা বাসায় তালা দিয়ে নিচে নেমে আসেন। এরই ফাঁকে কয়েকজন যুবক ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে আলমারি থেকে ৬০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১৫ লাখসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ ৪০ লাখ টাকা নিরূপণ করা হলেও ক্ষতির পরিমাণ আরো বেশি হতে পারে বলে তারা ধারণা করছেন।

এ ব্যাপারে পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করছেন। এছাড়া ডাকাতদের ধরার জন্য পুলিশের বিভিন্ন সোর্স মাঠে নেমেছে।

এদিকে জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ আব্দুল হান্নানের ভাতিজা ও সাবেক প্রভাবশালী ছাত্র নেতা রুমনের বাসায় দিনের বেলায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় সাধারণ মানুষের মনে চরম আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় পাবনা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

একে জামান/এসএস/আরআই