খোয়াই নদীতে নৌকা ডুবে শিশুসহ ৪ জনের মৃত্যু
হবিগঞ্জে খোয়াই নদীতে নৌকা ডুবে শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন জন। এতে অন্তত ৫ জন আহত হয়।
এর মাঝে সাহেনা তালুকদার নামে এক মহিলাকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতরা হলেন- শহরের বাতিরপুর এলাকার বাসিন্দা অবলা সরকার (৪৭) ও বানিয়াচং উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা শিশু মুক্তা রানী দাশ। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় স্কুল শিক্ষক গুরুদাশ।
মক্রমপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল আহাদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় একটি সিমেন্টবোঝাই নৌকা যাত্রী নিয়ে শহরের চৌধুরী বাজার থেকে সদর উপজেলার রাধাপুর যাচ্ছিল। রাত সাড়ে ৮টার দিকে নৌকাটি খোয়াই নদীর লম্বাবাগ নামক স্থানে পৌঁছালে হঠাৎ ডুবে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে এক শিশুসহ ৪ জনের মৃত্যু হয়। এর মধ্যে মৃত দুইজনের পরিচয় জানা যায়নি।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/আইআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ