ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

প্রাণ-আরএফএল সুলতান উৎসবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

জেলা প্রতিনিধি | নড়াইল | প্রকাশিত: ০৮:৩৩ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৭

নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৩ তম জন্মজয়ন্তী উপলক্ষে চার দিনব্যাপী (৬-৯ সেপ্টেম্বর) প্রাণ-আরএফএল সুলতান উৎসবে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন এবং বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম।

Narail-Pran-rfl

এসময় এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সদস্য সচিব বিমানেশ বিশ্বাস, এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফসহ অনেকে উপস্থিত ছিলেন। এ প্রতিযোগিতায় ৮ শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করে।

চার দিনব্যাপী উৎসবের অনুষ্ঠানমালায় রয়েছে আর্ট ক্যাম্প, চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রতিদিন সন্ধ্যায় শিল্পী এসএম সুলতানের জীবন ও কর্মের ওপর আলোচনা সভা ও নড়াইলসহ বিভিন্ন জেলার শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

হাফিজুল নিলু/এফএ/পিআর

আরও পড়ুন