ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় ১৫ জামায়াত নেতাকর্মী আটক

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৮:৫৪ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ায় জিহাদি বইসহ জামায়াতে ইসলামির ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১২টার দিকে পৌরশহরের ডাক বাংলো মোড়স্থ একটি বেসরকারি হাসপাতাল থেকে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আমির সৈয়দ গোলাম সারোয়ার ও কুমিল্লা জেলা উত্তরের আমির আবদুল আউয়াল রয়েছেন। আটক বাকিরা বিভিন্ন এলাকার জামায়াত কর্মী বলে জানিয়েছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জাগো নিউজকে জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডাকবাংলো রোডের মডার্ন জেনারেল হাসপাতালে অভিযান চালানো হয়। এসময় হাসপাতালের ৬ষ্ঠ তলায় গোপন বৈঠককালে বেশ কিছু জিহাদি বইসহ ১৫ জামায়াত নেতাকর্মীকে আটক করা হয়।

আজিজুল সঞ্চয়/এফএ/পিআর

আরও পড়ুন