ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভোলায় দু্ই হাজার ৩৬৮ পিস ইয়াবাসহ নারী আটক

জেলা প্রতিনিধি | ভোলা | প্রকাশিত: ১০:০৮ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০১৭

ভোলা সদরের ইলিশা ফেরিঘাট এলাকা থেকে ২ হাজার ৩৬৮ পিস ইয়াবাসহ মনি আক্তার (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ সেপ্টম্বর) তাকে আটক করা হয়। আটককৃত মনি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামের মৃত দুলাল মিয়ার স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম ইলিশা ফেরিঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় মনি আক্তারকে আটকের পর তার ব্যাগে তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতরে রাখা কেক ও বিস্কুটের প্যাকেজ থেকে ২ হাজার ৩৬৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, আটককৃত নারী জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায় চট্টগ্রাম থেকে এসব ইয়াবা ট্যাবলেট ভোলায় আনা হয়েছিল। এ ব্যাপারে ভোলা সদর মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ভোলার পুলিশ সুপার মো. মোকতার হোসেন বলেন, গত এক বছরে পুলিশি অভিযানে এ পর্যন্ত গ্রেফতার হয়েছে ৭৩৮ জন আসামি। মাদকের মামলা হয়েছে ৫৭৮টি। এসব অভিযানে বিভিন্ন সময় উদ্ধার করা হয়েছে ২১ হাজার ৩৬৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৮৫ কেজি ৪০০ গ্রাম গাঁজা এবং ১০১ পিস ফেনসিডিল।

আদিল হোসেন তপু/এআরএস