ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রোহিঙ্গাদের একটি নির্দিষ্ট স্থানে আশ্রয় দেয়ার আহ্বান

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০১৭

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ১৯৭১ সালে ভারত বাংলাদেশের এক কোটি জনগণকে আশ্রয় দিয়েছিল। সে সময় তারা যদি আমাদের খাদ্য না দিত, মাথা গোঁজার জায়গা না দিত তাহলে এ দেশ স্বাধীন হত না। রোহিঙ্গাদেরও একটি নির্দিষ্ট স্থানে আশ্রয় দিয়ে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমের তাদের আবার দেশে ফেরত পাঠাতে হবে। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে রোহিঙ্গাদের আশ্রয় ও ফেরত পাঠানো সরকারের নৈতিক দায়িত্ব।

শনিবার সন্ধ্যায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন ও চৌমুহনী পৌরসভা সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীদের মধ্যে বিএনপির সদস্য ফরম বিতরণকালে তিনি এসব কথা বলেন।

বরকত উল্লাহ বুলু বলেন, আওয়ামী লীগে এখন ভাটা দেখা দিয়েছে। ইয়াবা সেবনকারী, লুটপাটকারী ও জন সমর্থনহীনদের কোনো মতেই বিএনপিতে জায়গা হবে না।

এ সময় জেলা বিএপির সদস্য শামীমা রবকত লাকী, কেন্দ্রীয় বিএনপির সদস্য ফোরকানে আলম, পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, হাজী আবুল কাশেম, নাজমুল গনি মান্না, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাক্ষ্যা চন্দ্র দাস, বিএনপির মন্জুরুল আজীম সুমন, উপজেলা যুবদলের আহ্বায়ক সামছুর তীরমিজ স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

মিজানুর রহমান/আরএআর/জেআইএম