১১ দিন পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি চলাচল স্বাভাবিক
দক্ষিণাঞ্চলে ২১ জেলার যোগাযোগের অন্যতম মাধ্যম শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট। কিছুদিন নাব্যতা সঙ্কটের কারণে ফেরি চলাচল বন্ধ থাকলেও এখন ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।
১১ দিন পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার সকাল থেকে উভয় ঘাটে যানবাহনের দীর্ঘ সারি না থাকলেও ফেরিঘাট এলাকায় শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় ছিল।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক গিয়াস উদ্দিন পাটোয়ারী জানান, নাব্যতা সঙ্কট কিছুটা সমাধান হওয়ায় রো রো ফেরিসহ প্রায় ১৬টি ফেরি যানবাহন পারাপারে কাজ করছে। তবে ড্রেজিং পূর্ণাঙ্গ না হওয়া ও পদ্মায় তীব্র স্রোত থাকার কারণে ফেরিগুলোকে পালের হয়ে ঘুরে লৌহজং চ্যানেলে আসতে হয়ে।
এতে ফেরিগুলো কাঁঠালবাড়ি ঘাট থেকে শিমুলিয়া আসতে দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগে। এমতাবস্থায় ঘাট এলাকায় সর্বোচ্চ আধঘণ্টার জন্য যানবাহনগুলোকে অপেক্ষা করতে হচ্ছে।
তিনি আরও বলেন, ঈদের চাপ এখন আর নেই। রাজধানীমুখী মানুষের ঢল অনেক কমে গেছে। এ কারণে যানজটের কোনো সুযোগ নেই।
ভবতোষ চৌধুরী নুপুর/এএম/আরআইপি