ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মিয়ানমারে উদ্ধার : নরসিংদীতে ফিরলো ৯ কিশোর

প্রকাশিত: ১০:৩২ এএম, ১১ জুন ২০১৫

মিয়ানমার থেকে ফেরত নরসিংদীর ৯ কিশোরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আইসিআরসি`র সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নরসিংদী ইউনিটের উদ্যোগে তাদের হস্তান্তর করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া বেগম উদ্ধারকৃত কিশোরদের পরিবারের কাছে হস্তান্তর করেন। তারা হলেন, নরসিংদী সদরের পাচদোনার সাদেক মিয়ার ছেলে ফিরোজ মিয়া (১৬), শিবপুরের জহিরুল হকের ছেলে মেহেদী হাসান ইমাম (১৬), একই উপজেলার সানাউল্লার ছেলে মোহাম্মদ নাহিদ (১৬), মুজিবর রহমানের ছেলে ফাহাদ মিয়া (১৭), রফিক মিয়ার ছেলে মহসিন (১৭), গোলাপ মিয়ার ছেলে খোকন মিয়া (১৬), মো. জাহাঙ্গীরের ছেলে রাসেল (১৪), নরসিংদী সদর উপজেলার আলোকবালীর মরম আলীর ছেলে সোহেল (১৫) ও দরিবাজী গাও এর আইয়ুব আলীর ছেলে সুমন (১৭)।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নরসিংদী ইউনিটের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সাত্তারসহ রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ।

সঞ্জিত সাহা/এআরএ/আরআই