চাকরির সন্ধানে গিয়ে ৭ মাস ধরে নিখোঁজ যুবক
পরিবারের অভাব ঘোচাতে চট্টগ্রামে চাকরির সন্ধানে যায় লক্ষ্মীপুরের রামগতির মো. শাহা আজিজ (২৮)। এরপর গত সাত মাসেও তিনি আর বাড়িতে ফিরেননি।
তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটিও বন্ধ। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য স্থানে খোঁজ নিয়ে সন্ধান না পাওয়ায় উদ্বিগ্ন তার পরিবার। এ নিয়ে রামগতি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
থানা পুলিশ জানিয়েছে, নিখোঁজ শাহা আজিজ রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের চর কোলাকোপা গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তার গায়ের রং ফর্সা, মুখমন্ডল গোলাকার, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল জিন্সের প্যান্ট ও সাদা শার্ট। তিনি নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলেন। আজিজ অষ্টম শ্রেণি পর্যন্ত পড়া লেখা করেছেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, পরিবারের অভাব-অনটন ঘোচাতে গত ২৮ ফেব্রুয়ারি শাহা আজিজ বাড়ি থেকে চাকরির খোঁজে চট্টগ্রামে যান। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ। অনেক খোঁজ করেও তার সন্ধান মেলেনি।
আজিজের বড় ভাই রিপন মাঝি বলেন, আমার ভাইকে সুস্থ অবস্থায় পরিবারের কাছে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি। তার জন্য পরিবারের সদস্যরা চরম উদ্বিগ্ন রয়েছে। এ ঘটনায় ১ আগস্ট রামগতি থানায় জিডি করেছি।
কাজল কায়েস/এএম/আইআই