ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হিজলায় বজ্রপাতে বৃদ্ধার মৃত্যু

প্রকাশিত: ১২:৫৪ পিএম, ১১ জুন ২০১৫

বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া গ্রামে বজ্রপাতে হাজেরা বেগম (৫০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ সময় আরো তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হাজেরা বেগম (৫০) ওই গ্রামের রাজ্জাক সরদারের স্ত্রী।

আহতরা হলেন, উপজেলার বড়জালিয়া গ্রামের রাজ্জাক সরদার এবং মেমানিয়া গ্রামের নূরুল ইসলাম আকন ও আক্কাস আকন আহত হয়েছেন।

হিজলা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. বজলুর রশিদ জানান, বৃষ্টি শুরু হলে স্বামী ও স্ত্রী মিলে মাঠে গরু ও ছাগল আনতে যায়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে হাজেরা বেগম নিহত ও গরু ও ছাগল মারা যায়। আহত হন রাজ্জাক সরদার।

অপরদিকে, একই সময় উপজেলার মেমানিয়া গ্রামে বজ্রপাতে আহত হন নূররুল ইসলাম আকন ও  আক্কাস আকন । আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সাইফ আমীন/এআরএ/আরআই

বিজ্ঞাপন