দেড় শতাধিক শিক্ষার্থীকে অবহিত না করেই ভর্তির আবেদন

কুমিল্লার মুরাদনগরে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ দেড় শতাধিক শিক্ষার্থীকে অবহিত না করেই প্রতারণার মাধ্যমে কলেজ কর্তৃপক্ষ উচ্চ মাধ্যমিকে ভর্তির জন্য এসএমএস`র মাধ্যমে ভর্তির আবেদন সম্পন্ন করে নিয়েছে। এ ঘটনায় ক্ষুদ্ধ শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে এসে বিক্ষোভ প্রদর্শন করেছে। মুরাদনগর উপজেলার বাইরা স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে মুরাদনগর উপজেলার বাইরা স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৫১ জন পরীক্ষার্থী বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়। কিন্তু গত ২/৩ দিন যাবত এসব পরীক্ষার্থী মোবাইলে এবং বিভিন্ন কম্পিউটার সেন্টারে গিয়ে ভর্তির আবেদন করতে গিয়ে ব্যর্থ হয়। পরে বৃহস্পতিবার দুপুরে তারা কলেজে গিয়ে জানতে পারে এরই মধ্যে তাদের ভর্তি আবেদন কলেজ কর্তৃপক্ষই সম্পন্ন করে ফেলেছে। এ সময় পরীক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ এবং পরিচালনা কমিটির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে।
বিকালে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কায়সার আহমেদ জানান, প্রতারিত শিক্ষার্থীদের নিকট থেকে লিখিত অভিযোগ পেলে কলেজে কর্তৃপক্ষের এমন বে-আইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া প্রতারিত শিক্ষার্থীদের পছন্দের কলেজে ভর্তির ব্যাবস্থা করা হবে।
কামাল উদ্দিন/এআরএ/আরআই
বিজ্ঞাপন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ টানা বর্ষণে মিরসরাইয়ের নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি মানুষ
- ২ বড়পুকুরিয়া কয়লা খনির ভূ-গর্ভে চাপা পড়ে চায়না শিফট ম্যানেজার নিহত
- ৩ কৃষকের ১৫০ মালটা-পেয়ারা গাছ কেটে দেওয়ার অভিযোগ
- ৪ পায়ে পেরেক ফুটলো কিশোরের, ডাক্তার দিলেন জলাতঙ্কের ভ্যাকসিন
- ৫ সৈকতে ভেসে এলো যুবকের মরদেহ, নিখোঁজ চবি শিক্ষার্থীর বলে ধারণা