ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

টেকনাফে ৩ মানবপাচারকারী গ্রেফতার

প্রকাশিত: ০১:৫১ পিএম, ১১ জুন ২০১৫

কক্সবাজারের টেকনাফ থেকে তালিকাভুক্ত ৩ মানবপাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে এ অভিযান চালানো হয়।

টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার জানান, বৃহস্পতিবার উপজেলার শাহপরীর দ্বীপ, কোয়ানসিপাড়া ও নোয়াখালীপাড়া থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, জামাল হোসেন, মোহাম্মদ আবদুল্লাহ ও মোহাম্মদ আলম। তাদের পরিচয় পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

ওসি আরো বলেন, তাদের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে একাধিক মামলা রয়েছে। গ্রেফতার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

সায়ীদ আলমগীর/এআরএ/পিআর