সাতক্ষীরায় ৫৬৪ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা
সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজার মাত্র কয়েকদিন বাকি। ইতোমধ্যে রঙতুলির কাজ কোথাও শেষ হয়েছে আবার কোথাও চলছে দ্রুতগতিতে। এসব নিয়ে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে।
আগামী ২৫ সেপ্টেম্বর মহাষষ্ঠী। সাতক্ষীরা জেলার ৭টি উপজেলার ৭৮টি ইউনিয়নের ৫৬৪টি পূজামণ্ডপে মণ্ডপ তৈরি করা হচ্ছে। এর মধ্যে অধিকতর ঝুঁকিপূর্ণ মণ্ডপ হিসেবে চিহ্নিত করা হয়েছে ১০৬টি, ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ১৩৭ ও বাকি ৩২১টি মণ্ডপে কোনো ঝুঁকি নেই।
এদিকে আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিটি মণ্ডপে নিরাপত্তা জোরদার করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হচ্ছে সাতক্ষীরা সদর উপজেলায় মোট ১০৫টি, কলারোয়া উপজেলায় ৪০, তালা উপজেলার ১০৭, পাটকেলঘাটা থানার আওতায় ৭২, দেবহাটা উপজেলার ২০, আশাশুনি উপজেলার ১০৪, কালীগঞ্জ উপজেলার ৫২ ও শ্যামনগর উপজেলায় ৬৪টি মণ্ডপে।

পূজা উদযাপন উপলক্ষে সাতক্ষীরার পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, জেলায় এবার ৫৬৪টি পূজামণ্ডপে শারর্দীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি নেয়া হয়েছে। ৬৭টি মোবাইল টিম সার্বক্ষণিক মাঠে থাকবে।
তিনি আরও জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদা প্রস্তুত। পুলিশ, কমিউনিটি পুলিশ, আনসার, স্থানীয় পূজা কমিটি, স্বেচ্ছাসেবক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে ভ্রাম্যমাণ পুলিশ টিম নিরাপত্তার দায়িত্ব পালন করবে।
আকরামুল ইসলাম/এএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত
- ২ বিএনপি প্রার্থী ফজলুর রহমানের জনসভায় চেয়ার ছোড়াছুড়ি, আহত ২০
- ৩ ৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না
- ৪ দেশ পরিচালনায় তিন শর্তে ঐক্যের ডাক দিলেন জামায়াত আমির
- ৫ আমরা বেকার ভাতা দেবো না, মর্যাদাপূর্ণ কাজ তুলে দিতে চাই