অধ্যক্ষের কক্ষ ভাঙচুরের ঘটনায় ৩ ছাত্রলীগ নেতা বহিষ্কার
বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের অধ্যক্ষের কক্ষ ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগ থেকে তিন নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ছাত্রলীগ তাদের বহিষ্কার করে।
তারা হলেন বগুড়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম শাওন, শাহ সুলতান কলেজ শাখার সভাপতি বিশ্বজিৎ কুমার সাহা, কলেজ শাখার কর্মী ও সাবেক যুগ্ম সম্পাদক জোবায়ের হোসেন সোহেল।
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসাইন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের কথা জানানো হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার বিকেলে কলেজে দ্বাদশ শ্রেণীর এক শিক্ষার্থীকে পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন ও অশালীন আচরণ করার অভিযোগ এনে ওই শিক্ষার্থীকে প্রাক-নির্বাচনী পরীক্ষা থেকে কলেজ কর্তৃপক্ষ বহিষ্কার করে।
এ কারণে ছাত্রলীগ নেতাকর্মীরা অধ্যক্ষের কক্ষে গিয়ে ভাঙচুর চালায়। ওই ঘটনায় কলেজের স্টাফ কাউন্সিলের জরুরি সভায় দোষীদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. এজাজুল হক বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে সোমবার রাতে শাজাহানপুর থানায় মামলা করেন। মামলার পরপরই সোহেল (২৫) এবং অনিক (২১) নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ।
বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস ও সাধারণ সম্পাদক অসীম কুমার রায় জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ওই তিনজনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের চিঠি জেলা ছাত্রলীগকে দেয়া হয়েছে।
লিমন বাসার/এএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ২ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৩ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ
- ৪ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০
- ৫ আওয়ামী লীগ ছাড়া নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়