পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত
প্রতীকী ছবি
পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ফরিদপুরের কানাইপুরে ডাকাত সর্দার মো. সেলিম শেখ (৩৫) ওরফে সেলিম ডাকাত মারা গেছেন। শুক্রবার রাত তিনটার দিকে কানাইপুরের লক্ষ্মীপুর ইটভাটার পাশে ডাকাতির প্রস্তুতিকালে এ ঘটনা ঘটে।
ফরিদপুরের পুলিশ সুপার মো. জামিল হাসান জানান, ডাকাত সর্দার মো. সেলিম শেখের বিরুদ্ধে ফরিদপুরের মধুখালী, সদর, ভাঙ্গাসহ মানিকগঞ্জ ও ঢাকার বিভিন্ন থানায় ডজন খানেক মামলা রয়েছে।
পুলিশ জানায়, ডাকাতির উদ্দেশ্যে সংঘবদ্ধ হওয়ার খবর পেয়ে পুলিশ অভিযান চালালে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে ডাকাত সর্দার সেলিম মারা যায়। এ সময় পুলিশের এসআই সাঈফুল ইসলাম আহত হন।
মধুখালী থানার ওসি রুহুল আমীন জানান, ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কয়েক বছর আগেই এলাকাবাসী সেলিম ডাকাতের পরিবারকে উৎখাত করে।
এআরএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জামায়াতের নারী কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ
- ২ ১৭ বছর তরুণ প্রজন্মের অনেকে ব্যালট পেপার চোখে দেখেনি
- ৩ সুতো পরিমাণ পক্ষপাতিত্ব আমরা মেনে নেবো না: ইসি সানাউল্লাহ
- ৪ নির্বাচনে সারাদেশে ৩৭ হাজার বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা
- ৫ জুলাই আন্দোলনে যারা পানি পান করিয়েছে তারাই ভোট চুরি ঠেকাবে