ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে ৪৫টি গুলিসহ আটক ২

প্রকাশিত: ০৭:০৮ এএম, ১৩ জুন ২০১৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চক ঘোড়াপাখিয়া এলাকা থেকে শুক্রবার দিবাগত রাতে ৪৫টি গুলিসহ ২জনকে আটক করেছে র‌্যাব। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তাদের গণমাধ্যমের সামনে হাজির করার পর সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
 
আটকরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার কালুপুর দক্ষিণপাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে রাজিত বিল্লাহ (৩২) ও একই এলাকার মৃত ইউসুফ মন্ডলের ছেলে আব্দুল কাইয়ুম (৩০)।
   
র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমাণ্ডার মেজর মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত দেড়টার দিকে শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জে ভটভটিতে আম নিয়ে আসার সময় র্যাব সদস্যরা ভটভটির গতিরোধ করে। ভটভটিতে থাকা আমের ক্যারেটে তল্লাশি চলিয়ে একটি ক্যারেট থেকে ৪৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। এসময় রজিত বিল্লাহ রাজু ও আব্দুল কাউয়ুমকে আটক করা হয়।

এসএস/এমএস