বগুড়ায় বজ্রপাতে নিহত ২
প্রতীকী ছবি
বগুড়ার ধুনট ও নন্দীগ্রাম উপজেলায় বজ্রপাতে এক গৃহবধূসহ দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, ধুনট উপজেলার পাকড়িহাটা গ্রামের নুরুল ইসলামের ছেলে কৃষক রফিকুল ইসলাম (৩০) এবং নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের হাটকড়ই গ্রামের নিমাই চন্দ্রের স্ত্রী জামুলি রাণী (৪০)। শনিবার সকালে পৃথক এ দুটি ঘটনা ঘটে।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান জানান, রফিকুল ইসলাম সকাল ৮টার দিকে বাড়ির কাছে পাকুড়িহাটা মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে আহত হন। পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এখানে চিকিৎসাধীন অবস্থায় রফিকুল ইসলাম মারা যান।
অন্যদিকে, নন্দীগ্রামের হাটকড়ই গ্রামের গৃহবধূ জামুলি রাণী সকালে বাড়ির পাশে মাঠে গরু নিয়ে বের হলে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান। ভাটরা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ শামছুর রহমান বজ্রপাতে গৃহবধূর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
লিমন বাসার/এমএএস/আরআই