ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাটকেলঘাটায় জমজমাট জুয়ার আসর

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ১১:৩১ এএম, ১৭ সেপ্টেম্বর ২০১৭

সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলায় আবারও শুরু হয়েছে জমজমাট জুয়ার আসর। প্রশাসনিক তৎপরতায় পাটকেলঘাটাসহ আশপাশের এলাকায় কিছুদিন বন্ধ থাকলেও আবারও শুরু হয়েছে জুয়া খেলা।

স্থানীয়রা জানান, পাটকেলঘাটা থানার ছোট কাশিপুর গ্রামে ঈদুল আজহার পর থেকে পুনরায় জুয়া শুরু হয়েছে। কিছু প্রভাবশালীর ইন্ধনে চলে এ খেলা। এলাকার মনুর আমবাগানসহ বড় বড় বাগান বা নদীর ধারে দিনে বা রাতে চলছে জুয়ার আসর।

জুয়া কমিটির নেতারা চতুর হওয়ায় স্থান পরিবর্তন করে চালিয়ে যাচ্ছে জুয়া খেলা। বিভিন্ন প্রান্ত থেকে জুয়াড়িরা মাইক্রোবাস, মোটরসাইকেল নিয়ে যোগ দেয় জুয়া খেলায়। তাছাড়া জুয়া খেলাকে কেন্দ্র করে এলাকায় বেড়েছে চুরি। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

রোববার জুয়ার আসর পাতানো হয়েছে পাটকেলঘাটা থানার বড়বিলা গ্রামের বজলে কবিরাজ বাড়ির পেছনে আমবাগানে। সেখানে জুয়া খেলার নেতৃত্ব দিচ্ছেন পাটকেলঘাটার চৌগাছা এলাকার আব্দুল বারী, খোরদো গ্রামের কসাই আলম, লালচন্দ্রপুর গ্রামের আব্দুল মনিসহ আরও কয়েকজন।

বিষয়টি অবহিত করার পর পাটকেলঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জাগো নিউজকে বলেন, বিষয়টি আমার জানা ছিল না। তবে এখনই ব্যবস্থা নেয়া হচ্ছে।

আকরামুল ইসলাম/এএম/আরআইপি